Site icon Jamuna Television

দুমাস ধরে কাশি, গলায় মিললো জোঁক!

মাস দুয়েক আগে পাহাড় ঝর্ণায় গোসল করতে গিয়ে খেয়ে ছিলো পানি। এরপর বাড়িতে আসার পর থেকেই কাশি। কিছুদিন যাওয়ার পর কাশির সঙ্গে শুরু হলা রক্ত পড়া। চিকিৎসকরাও প্রাথমিক পরীক্ষায় কোন কারণও খুঁজে পাচ্ছিলো না। বিশেষ পরীক্ষা ব্রঙ্কোস্কোপি করে জানা গেলো গলা এবং নাকের ভিতর জাঁকিয়ে বসে আছে দুটি জোঁক। এঘটনা ঘটেছে চীনের ইউপিং কাউন্টি হাসপাতালে এক রোগীর ব্যাপারে।

চিকিৎসক রাও গুয়াংগং জানালেন, বৃদ্ধের ডান নাকের ফুটো এবং গলায় দুটি জীবন্ত জোঁকের সন্ধান পাওয়ার পরপরই অ্যানাস্থেশিয়া দিয়ে তাঁকে অজ্ঞান করে টুইজার দিয়ে জোঁক দুটি টেনে বের করা হয়। গত দুমাসে বৃদ্ধের শরীরের ভিতর বসে রক্ত পান করে তারা বেশ মোটাসোটা হয়ে গিয়েছিল।

Exit mobile version