Site icon Jamuna Television

ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার পেলেন ইউএনও ফরিদা

ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৯ পেলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ফরিদা ইয়াসমিন।

রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ফরিদা ইয়াসমিনের হাতে স্বীকৃতি সনদের পাশাপাশি ১০ হাজার মার্কিন ডলার তুলে দেওয়া হয়। তৃতীয়বারের ওই আয়োজনে বাল্যবিবাহ ঠেকানোর স্বীকৃতি হিসেবে ফরিদা ইয়াসমিন এ পুরস্কার পেলেন।

বন্ধু বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতির জন্য ২০১৬ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে পেপসিকো গ্লোবাল।

Exit mobile version