Site icon Jamuna Television

পেঁয়াজের ঝাঁজ কিছুতেই কমছে না

পেঁয়াজের ঝাঁজ কিছুতেই কমছে না। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। রাজধানীর মহাখালী বাজারে চীনা পেঁয়াজের দর হাকা হচ্ছে ১৩০ টাকা। আর পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭৫ টাকা দরে।

বাজারে পেঁয়াজ পাতা আসতে শুরু করেছে। তবে দামও বেশ চড়া। গেল সপ্তাহে ১০০ টাকাতে এক কেজি মিললেও, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

পেঁয়াজের দাম কমিয়ে আনতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে। কিন্তু এর সুফল মিলছে না। নতুন পেয়াজ বাজারে আসলে, দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

গেল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পেঁয়াজ বাজারে অস্থিরতা শুরু হয়। এরপর নীতি নির্ধারকদের আশ্বাস সত্ত্বেও দাম কমেনি। দেশের বিভিন্ন প্রান্তে চালানো হয় অভিযান। কার্গো বিমানেও আমদানি করা হয় পেয়াজ। কিন্ত বাজারে প্রভাব পড়েনি।

Exit mobile version