Site icon Jamuna Television

ভিসি বরাবর স্মারকলিপি দিলেন বিএসএমএমইউ’র পদোন্নতি বঞ্চিত মেডিকেল অফিসাররা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বঞ্চিত মেডিকেল অফিসাররা পদোন্নতির দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

আজ সোমবার সকালে, বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে এসে এ স্মারকলিপি করেন।

চিকিৎসকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম সিন্ডিকেট সভার মাধ্যমে আগের পদোন্নতি আইনকে রহিত করা হয়েছে। এই আইন পরিবর্তনের কারণে প্রায় দুই শতাধিক বিশেষজ্ঞ মেডিকেল অফিসার, এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতিবঞ্চিত রয়েছেন। যার ফলে শিক্ষার্থীরা যেমন যথাযত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি রোগীরাও তাদের বিশেষায়িত চিকিৎসা সেবা পাচ্ছেন না।

পদোন্নতিবঞ্চিত চিকিৎসকগণ মেডিকেল অফিসার হিসেবে অবসর গ্রহণ করার আশংকাই মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন।

Exit mobile version