Site icon Jamuna Television

বালিশ ও পর্দা কাণ্ডের মত বিদ্যুতের মিটারেও দুর্নীতি: ক্যাব

বালিশ ও পর্দা কাণ্ডের মত বিদ্যুতের মিটারেও অনিয়ম-দুর্নীতি থাকায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে বলে দাবি করেছে কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ সকালে বিইআরসিতে খুচরা পর্যায়ের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের দ্বিতীয় দিনে গণশুনানিতে ক্যাবের পক্ষ থেকে এমন দাবি করা হয় ।

এদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়ে আগামী অর্থ বছর প্রায় ৪২৮ কোটি টাকা রাজস্ব চাহিদা পূরণের প্রস্তাব করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ

ছাড়া খুচরা পর্যায়ে গ্রাহক পর্যায়ে কতটুকু অর্থ বাড়ানো হবে সেটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে নির্ধারণ করে দেয়ার আহবান জানায় ডিপিডিসি।

Exit mobile version