Site icon Jamuna Television

ট্যাংক লরি ওনার্স এসোসিয়েশন ও পেট্রোলিয়াম কর্পোরেশনের বৈঠক

১৫ দফা দাবির বিষয়ে বৈঠক করছেন বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

আজ সোমবার সকালে কারওয়ান বাজারে বিপিসির ঢাকাস্থ লিয়োজা অফিসে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করছেন বিপিসি’র পরিচালক সৈয়দ মেহদী হাসান।বৈঠকে বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির নেতৃবৃন্দরা অংশ নেয়।

১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের তেল পাম্পগুলোতে চলছে দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের ধর্মঘট। জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো, ট্যাংক-লরি চলাচলে পুলিশের হয়রানি বন্ধ; পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

Exit mobile version