Site icon Jamuna Television

আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন শুরু: তথ্যমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, যারা নিবন্ধিত হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনলাইন পোর্টাল চালু করতে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। টিভিতে বিদেশি সিরিয়াল প্রচারে অনুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এসময় মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে কেউ যদি বাণিজ্যক উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট শেয়ার করে তাদেরও শৃঙ্খলায় আনা হবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের হুমকী হাস্যকর। আন্দোলন না করে আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্ত করার আহ্ববান জানান হাছান মাহমুদ।

Exit mobile version