Site icon Jamuna Television

চবিতে শিথিল করা হয়েছে ছাত্রলীগের ধর্মঘট

দু-গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকা ছাত্রলীগের একাংশের ধর্মঘট শিথিল করা হয়েছে। সংঘর্ষের ঘটনার বিচার তিন দিনের মধ্যে করার আল্টিমেটাম দিয়ে এ ঘোষণা দেয় ধর্মঘট আহ্বানকারীরা।

সকাল থেকে ক্যাম্পাসে অন্য দিনের মতো প্রাণচাঞ্চল্য ছিল না। শাটল ট্রেন ছেড়ে গেলেও শিক্ষকদের কোন বাস চলাচল করেনি। হয়নি ক্লাস-পরীক্ষাও।

এদিকে, আন্দোলনকারীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। সেখানে ছাত্রলীগের একাংশকে মদদ দেয়ার অভিযোগ এনে এক শিক্ষকের পদত্যাগও দাবি করে তারা।

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হাটহাজারীর ১১ মাইল এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি সুমন নাছিরসহ দুজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। এর জের ধরে রাতে ক্যাম্পাসে, সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি ও প্রতিপক্ষ ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জলকামান ও টিয়াশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Exit mobile version