Site icon Jamuna Television

বিমানে ভাল সিট পেতে অসুস্থতার অভিনয়, জরুরি অবতরণ, অতঃপর…

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলা বিমানবন্দর থেকে ভোর পৌনে ছয়টায় উড়লো বিমান। আধা ঘণ্টা চলার পর এক নারী যাত্রী জানালেন তিনি বেশ অসুস্থবোধ করছেন। তার জন্য বড় একটি সিট দরকার।

বিমান ক্রুদেরকে নিজের অসুস্থতার কথা বুঝাতে অভিনয়ের আশ্রয় নিলেন। কিন্তু অভিনয়টা হয়তো একটু বেশিই হয়ে গিয়েছিল! ক্রুরা মনে করলেন, অসুস্থতা গুরুতর পর্যায়ে চলে গেছে। যাত্রীর চিকিৎসা দরকার।

পাইলটকে বিষয়টি জানাতেই তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন জরুরি অবতরণের। আবার বিমান ফিরিয়ে নিলেন ছেড়ে আসা বিমানবন্দরে। কিন্তু অবতরণের পর কথিত অসুস্থ যাত্রীটি কোনোভাবেই নামবেন না।

এক পর্যায়ে সব যাত্রীকে নামানো হলো বিমান থেকে। বিমানবন্দরের কর্মীরা জোর করে নামিয়ে নিয়ে গেলেন কথিত অসুস্থ যাত্রীকেও। এরপর স্বীকার করলেন আসলে তিনি অসুস্থ হননি। সুবিধাজনক বড় একটা সিট পেতে অসুস্থতার অভিনয় করেছেন মাত্র!

এরপর সকালে পৌনে আটটায় আবারও বিমান ছেড়ে যায়। তবে ওই নারী যাত্রীকে আটক করে রাখে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।

Exit mobile version