Site icon Jamuna Television

ভারতের প্রথম নারী নৌ পাইলট হিসেবে বিমান ওড়ালেন শিবাঙ্গী

যুদ্ধবিমান চালানোর সুযোগ অনেক আগেই পেয়েছিলেন ভারতের নারীরা। এবার দেশটির নৌবাহিনীর পাইলটের দায়িত্বে প্রথম হাতেখড়ি হল আরও এক নারীর। তার লেফটেন্যান্ট শিবাঙ্গী।

আজ সোমবার পাইলটের আসনে বসলেন আনুষ্ঠানিকভাবে। ওড়ালেন বেশ কিছুক্ষণ।

সিএনএনকে শিবাঙ্গী বলেন, ‘এটা বিরাট জিনিস। আমাদের ওপর এটা (বিমান চালনা) বিশাল একটা দায়িত্ব এনে দেয়। আমি জানি আমাকে এখানে ভাল করতেই হবে।’

২০১৮ সালে নৌ একাডেমিতে শিবাঙ্গী তার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ভারতীয় নৌবাহিনীর কেরালার কোচি ঘাঁটিতে যুক্ত হোন। সেখানে বায়ুসেনার অধীনে বিমান চালনায় প্রশিক্ষণ নেন।

ভারতীয় নৌবাহিনী ১৯৯২ সাল পর্যন্ত নারীদের শুধু মেডিকেল কোরে নিয়োগ দিত। এরপরে অন্যান্য শাখায় নারীদের নিয়োগ দিলেও পাইলট হিসেবে এই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন।

Exit mobile version