Site icon Jamuna Television

ভারত থেকে অবৈধভাবে নিম্নমানের চা ঢুকছে বাংলাদেশে

সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে নিম্নমানের চা ঢুকছে বাংলাদেশে। দামে সস্তা আর চাহিদা থাকায়, লাভের আশায় চোরাচালানে জড়িয়ে পড়ছে চোরাকারবারীরা। এতে মারাত্মক ক্ষতির মুখে চা শিল্প। প্রভাব পড়ছে চা শ্রমিকদের জীবনেও। এ অবস্থায় চা শিল্প টিকিয়ে রাখতে দ্রুততম সময়ের মধ্যে চা চোরাচালান বন্ধের দাবি সংশ্লিষ্টদের।

চোরাচালানের মাধ্যমে আসা, চায়ের দখলে এখন বাজার। এরইমধ্যে কমেছে দেশীয় চায়ের দর। এতে বেশ উদ্বিগ্ন চা-বাগান সংশ্লিষ্টরা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, সীমান্তবর্তী চুনারুঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে, বিপুল পরিমাণ নিম্নমানের চা পাতা জব্দ করেছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় নেয়া হবে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ জানান, চোরাচালানী ঠেকাতে তৎপর সীমান্ত রক্ষী বাহিনীও। জেলার ১২২ কিলোমিটার সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল। তৎপরতা বৃদ্ধির জন্য বিএসএফকেও একাধিকবার অনুরোধ জানিয়েছে বিজিবি।

গত ১০ মাসে অন্তত ২০ হাজার কেজি চা পাতা জব্দ করেছে বিজিবি।

Exit mobile version