
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে একই সঙ্গে অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় নামের যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামের অনিমেশ রায়ের ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, যমজ দুই ভাই অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় বাড়ির পাশের একটি ডোবার কাছে খেলতে যায়। এসময় তারা দুজন ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।



Leave a reply