Site icon Jamuna Television

উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে বখাটেদের ছুরিকাঘাত

মাদারীপুরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে দুই সহপাঠীকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। সোমবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে পরীক্ষা শেষে এ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলো। মাঝপথে সিদ্ধিখোলায় পৌঁছলে ঝিকরহাটি এলাকার বখাটে রনি ও আশিক তার বন্ধুদের নিয়ে ৯ম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করে। এসময় সহপাঠীরা বাঁধা দিলে বখাটের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে বখাটেরা ছুরিকাঘাত করে ৯ম শ্রেণির ছাত্র শফিকুল ও আরমানকে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপী আক্তার বলেন, এই বখাটেরা প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। এই দলে রনি, রানা, আশিক, জাহিদ, জুবরান, রাজীবসহ বেশ কয়েকজন রয়েছে বলে আহত শিক্ষার্থীরা জানিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওগাতুল আলম জানান, ওই বখাটেদের ধরতে থানা পুলিশের তিনটি দল কাজ করছে। এ ঘটনায় ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

Exit mobile version