Site icon Jamuna Television

পরবর্তী নির্বাচনের আগেই সব অনুপ্রবেশকারীকে বিদায় করবে ভারত!

২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগেই সব অনুপ্রবেশকারীকে ভারত থেকে বিদায় করা হবে। এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার ঝাড়খণ্ডে এক সমাবেশে এ বিজেপি নেতা বলেন, দ্রুততম সময়ে সারা ভারতে নাগরিকত্ব তালিকা বা এনআরসি সম্পন্ন হবে। তার ভিত্তিতে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে, আগামী নির্বাচনের আগেই বহিরাগতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। নাগরিকত্ব তালিকা নিয়ে যেসব রাজনীতিবিদ উদ্বেগ প্রকাশ করছেন, তাদের কঠোর সমালোচনাও করেন অমিত শাহ।

এনআরসি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির উদ্বেগের প্রতি কটাক্ষ করে অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে রাহুল গান্ধি খুব চিন্তায় আছেন। অনুপ্রবেশকারীরা কোথায় যাবে, কী খাবে-এ নিয়ে তার মায়াকান্না শুরু হয়েছে। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ২০২৪ সালে আবার ভোট চাইতে আসার আগেই, সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে, নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Exit mobile version