Site icon Jamuna Television

নোয়াখালী সেটেলমেন্ট অফিসে অভিযান, ৫ দালালকে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

হট লাইনে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও দুদক যৌথ অভিযান চালিয়ে নোয়াখালী সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সোমবার বিকালে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরস্থ সেটেলমেন্ট অফিসে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেটেলম্যান্ট অফিসের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে আটককৃত দালালরা সাধারণ মানুষকে সরকারি পর্চা , খতিয়ান সরবরাহ করছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও দুদক যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু জাল খতিয়ান ও পর্চাসহ ৫ দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমক কমিশনের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সুবেল আহমেদ।

এ বিষয়ে দুদকের সহকারি পরিচালক মো. সুবেল আহমেদ জানান, নিষিদ্ধ হলেও কিভাবে সরকারি এসব খতিয়ান ও পর্চা বাহিরে যাচ্ছে। দালাদের সঙ্গে সেটেলমেন্ট অফিসের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি এর সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারি জড়িত থাকে তাহলে দুদক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন।

Exit mobile version