Site icon Jamuna Television

কেন প্রিয়াংকাকে দেখতে পারেন না সালমান!

গত বছর মুক্তি পাওয়া বলিউড তারকা সালমান খান অভিনীত ছবি ‘ভারত’ থেকে আচমকাই বের হয়ে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে কোনো কিছু না জানিয়ে প্রিয়াঙ্কার নিজেকে সরিয়ে নেয়ার বিষয়টি ভালোভাবে নেননি সালমান।

এছাড়া পেশাগত জীবনের চেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে প্রাধান্য দেয়ায় প্রিয়াংকার প্রতি বিরক্ত সালমান।

শুধু তাই নয়, একসময়ের বন্ধু সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সালমানের দ্বন্দ্বের নেপথ্যেও রয়েছেন এই নায়িকা।

জানা গেছে, বহুল প্রতীক্ষিত ছবি ‘ইনশাআল্লাহ’-তে একসঙ্গে কাজ করার কথা ছিল সালমান-বানসালির। কথাবার্তাও এগিয়েছিল অনেক দূর।

তবে হুট করেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন সালমান।

ডিএনএর প্রতিবেদনে জানানো হয়, ‘ইনশাআল্লাহ’-এর একটি গানের নাচের দৃশ্যে প্রিয়াংকার অভিনয় করার কথা চূড়ান্ত হয়। কিন্তু এতে বেঁকে বসেন সালমান।

তিনি প্রিয়াংকার স্থলে অভিনেত্রী ডেইজি শাহকে চাচ্ছিলেন। তবে সালমানের এই প্রস্তাব পছন্দ হয়নি বানসালির। তাই তিনিও তার সিদ্ধান্তে অটল থাকেন।

Exit mobile version