Site icon Jamuna Television

রাস্তা আটকে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি, বখাটেদের পুলিশে দিলো গ্রামবাসী

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
প্রকাশ্য দিনের বেলা রাস্তায় পথরোধ ক‌রে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় স্থানীয়রা চার বখাটে‌কে আটক করে পুলিশে সোপর্দ করে‌ছে।

আটককৃতরা হ‌লো সরোয়ার, নোমান, হাসান গাজী ও নাজমুল। বাড়ি উপ‌জেলার কুমিরমারা গ্রামে। সবার বয়স ১৯-২০ বছর।

জানা যায়, সোমবার বেলা সোয়া একটার দিকে নিপীড়নের শিকার ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। বখাটে মামুনের নেতৃ‌ত্বে সাত-আটজন দৌলতপুর মাদ্রাসার ওই ছাত্রীকে (১৪) পথরোধ করে প্রথমে ওড়না ধরে টান দেয়। এরপর যৌন হয়রানি করতে শরীরে হাত দেয়। এসময় ছাত্রীর ডাক-চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে চারজনকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার/পাঁচ জনকে আসামি করে কলাপাড়া থানায় সন্ধ্যায় ছাত্রীর বাবা মামলা দা‌য়ের করে‌ছেন।

কলাপাড়া থানার ও‌সি ম‌নির হো‌সেন জানান, বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

অপরদিকে এ মামলা প্রত্যাহারের জন্য ধৃতদের পক্ষ থে‌কে ওই ছাত্রীর বাবাকে চাপ প্রয়োগ করার অভি‌যোগ উঠছে।

Exit mobile version