Site icon Jamuna Television

যে কারণে কাঁদলেন আলিয়া ভাট

চাকচিক্যে ভরা রুপালি জগতের বাসিন্দারা কখনই বিষণ্নতায় ভুগছেন এ কথা সাধারণ মানুষ মানতেই চান না। তবে বিষয়টি মানতে না চাইলেও সত্যি। আর এবারও তা প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া।

প্রচলিত এমন ধারণা ভুল প্রমাণ করে নিজের জীবনের বিষণ্নতার গল্প তুলে ধরেছিলেন আলিয়া। ‘লিভ লাফ লাভ ফাউন্ডেশন’ নামে একটি মানসিক সহায়তা প্রদানকারী সংস্থাও প্রতিষ্ঠিত করেছেন এই তারকা।

আলিয়ার বোন শাহিন ভাট বিষণ্নতার সঙ্গে কীভাবে লড়াই করেছেন সেই গল্প শোনালেন অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে শাহিন জানিয়েছিলেন, তিনি মাত্র ১৩ বছর বয়সে বিষণ্নতায় ভুগতে শুরু করেন। আর এই কঠিন

সময়টির সঙ্গে তিনি কীভাবে লড়াই করেছেন তা নিয়ে ‘আই হেভ নেভার বিন (আন)হ্যাপিয়ার’ নামে একটি বই লিখছেন শাহিন।

শাহিনের লেখা বইটি পড়ার পরই নাকি আলিয়া ভাট বুঝতে পেরেছেন যে, তার বোন কতটা কষ্ট করে সেই সময়টির সঙ্গে লড়াই করেছেন। আর বইয়ের গল্প শোনাতে গিয়েই একটি অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন আলিয়া।

সূত্র: এনডিটিভি

Exit mobile version