Site icon Jamuna Television

নবজাতক কোলে প্রিয়াঙ্কা-নিকের ছবি ভাইরাল

বিয়ের পর দারুণ একটি বছর পার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জুটি। রোববার ছিল নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। আর এই দিনেই শিশু কোলে তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল! মুহূর্তেই সাদাকালো এই ছবিটি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এটি পুরাই এডিট করা ছবি।

বিবাহ বার্ষিকীর গিফট হিসেবেই এক উৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়্যারে নিক-প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকের কোলে জুড়ে দিয়েছে এক নবজাতককে। এ যুগে কোনও কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। আর ‘নিয়াঙ্কা’ জুটি হলে তো কথাই নেই। এক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি।

নিক প্রিয়াঙ্কার থেকে বয়সে ছোট হওয়ায় ওই জুটিকে শুনতে হয়েছিল নানা বিদ্রুপ। তবে সে উড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে বুঁদ হয়ে রয়েছেন তারা দু’জন। দু’জনের বোঝাপড়াটাও চমৎকার। ফলে, পাছে লোকে কী বলে তাতে কী যায় আসে ‘নিয়াঙ্কার’?

Exit mobile version