Site icon Jamuna Television

ওয়াশিং মেশিনে কাপড় পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় পেঁচিয়ে মুস্তাফির রহমান (২৩) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাফির রহমান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ধরুয়া রামনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ জানান, বিকেলের শিফটে কাজে যোগ দিয়ে কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় ঢুকানোর কাজ করছিল সে। এসময় অসাবধানতা বশত কাপড়ে শরীর পেঁচিয়ে তাঁর শরীর মেশিনের ভেতর ঢুকে যায়। ঘটনাস্থলেই এর মুস্তাফিরের মৃত্যু হয়।

Exit mobile version