Site icon Jamuna Television

পারিবারিক দ্বন্দ্বের জেরে মালিককে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ

রাজধানীর শঙ্কর এলাকায় একটি বাড়ির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জেরে বিক্রয় করা চারটি ফ্ল্যাট মালিককে জোর করে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফ্ল্যাট মালিকরা জানান, সোমবার দুপুরে অতর্কিতে হামলা চালিয়ে বাসা থেকে বের করে দেয়া হয় অবস্থানকারী দুই পরিবারের সদস্যদের। এসময় তাদের ব্যবহৃত সকল মালামাল ও ফার্নিচার বাসার নিচে ফেলে যায় হামলাকারীরা। অভিযোগ করেও থানা থেকে কোন ধরণের সহায়তা করা হচ্ছে না বলেও জানান ভূক্তভোগীরা।

তবে, এই বিষয়ে বাড়ির ম্যানেজার মামুন জানান, তাদের বাড়ি থেকে নামিয়ে দেয়ার অভিযোগ সত্য নয়। নিজেরাই বাসা থেকে নেমে এসেছেন বলে তিনি জানান।

এসময় মামুন অভিযোগ করেন, প্রবাসী মালিকের বাসা ভাড়া নিয়ে এখন নিজেদের মালিক দাবি করছেন এই দুই পরিবার।

Exit mobile version