Site icon Jamuna Television

ফের আদালতের মুখোমুখি সাবেক মালয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল- ওয়ানএমডিবি কেলেঙ্কারি মামলায় ফের আদালতের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মঙ্গলবার সকালে কুয়ালালামপুর আদালতে হাজিরা দেন তিনি। তবে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষ্য-প্রমাণ দিতে যাচ্ছেন কোন সাবেক সরকার প্রধান।

নাজিবের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় ওয়ানএমডিবি তহবিলের ১১ লাখ ডলার অর্থ নয়ছয় করেছেন তিনি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। একারণেই, গেলো বছর নির্বাচনে ঘটে তার ভরাডুবি।

আরও দুটি দুর্নীতি মামলায় ৬৬ বছর বয়সী এই রাজনীতিকের বিরুদ্ধে চলছে শুনানি। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব রাজাক।

Exit mobile version