Site icon Jamuna Television

নিখোঁজ হওয়া ব্যক্তিরা ফিরে আসায় রিজভীর স্বস্তি প্রকাশ

গুম-নিখোঁজ হওয়া ব্যক্তিরা ফিরে আসায় স্বস্তি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পাশাপাশি, জড়িতদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ইলিয়াস আলীসহ দলের নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করেন রিজভী। এছাড়া বৃহস্পতিবার ১৯৬ সরকারি কর্মকর্তার পদোন্নতির সমালোচনা করেন তিনি।

তার অভিযোগ, প্রশাসনের দলীয়করণের ষড়যন্ত্র করছে সরকার। আগামীতে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের   সমালোচনাও করেন রিজভী। U

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version