Site icon Jamuna Television

শেখ হাসিনা মেডিকেল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব শেখ ইউনুস হারুন সাংবাদিকদের জানান, সম্প্রতি হাসপাতালে অস্বাভাবিক মূল্যে বিভিন্ন যন্ত্রপাতি’সহ নানা জিনিস ক্রয়ের ঘটনা ধরা পড়ে। ২০১৭-১৮ অর্থবছরে দু’টি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয়, প্রায় সাড়ে ১৫ কোটি টাকার পণ্য। তবে হিসাবে দেখানো ক্রয়মূল্য আর বাজারে প্রকৃত দামের ফারাক আকাশ-পাতাল।

এরই প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মো. আজম খানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা করেছে।

Exit mobile version