Site icon Jamuna Television

ট্রাম্পের অভিসংশন তদন্তের বিরোধিতা করে ১২৩ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন তদন্তের বিরোধিতা করে ১২৩ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে রিপাবলিকানরা। ট্রাম্পের বিরুদ্ধে হাউজের তদন্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বলা হয়, শুনানিতে উঠে আসা তথ্য কোনোভাবেই ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের কোনো অভিযোগই প্রমাণিত হয়নি শুনানিতে।

এদিকে মঙ্গলবার হাউজ জুডিশিয়ারি কমিটিতে তোলা হচ্ছে দু’সপ্তাহের প্রকাশ্য শুনানির রিপোর্ট।

অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির দুই সহকারীর বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনতে যাচ্ছে কংগ্রেস। লেভ পারনাস ও ইগোর ফ্রুম্যান- দু’জনের বিরুদ্ধেই অর্থের অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গত অক্টোবরে গ্রেফতার করা হয় তাদের। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন দু’জনই।

Exit mobile version