Site icon Jamuna Television

সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন লঙ্কান সিআইডি কর্মকর্তা

সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন লঙ্কান সিআইডি কর্মকর্তা নিশান্ত সিলভা; গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গেল সপ্তাহে পরিবারসহ দেশ ছেড়ে পালান তিনি।

২০০৯ সালে এক পত্রিকা সম্পাদক হত্যা মামলার আসামি গোতাবায়া। মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন নিশান্তা। এছাড়াও ১১ তামিল কিশোর অপহরণ, এলটিটিই’র বিভিন্ন হত্যাকাণ্ডসহ বহু স্পর্শকাতর মামলার তদন্ত করেছেন তিনি।

গোতাবায়া রাজাপাকসে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন নিশান্তা। দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গত মাসেই নির্বাচনে বিজয়ী হন গোতাবায়া। নিশান্তার পর আর কোনো গোয়েন্দা যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সেজন্য বিমানবন্দরগুলোয় নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। নিশান্তা দেশ ছেড়ে পালানোয় দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে সুইস সরকার।

Exit mobile version