Site icon Jamuna Television

জর্ডানে একটি বাড়িতে অগ্নিকাণ্ড, সাত শিশুসহ নিহত ১৩

জর্ডানে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিন জন। হতাহতরা সবাই পাকিস্তানের নাগরিক বলে নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম।

স্থানীয় প্রশাসন বলছে, সোমবার ভোররাতে আগুন লাগে অস্থায়ী একটি বাড়িতে। সবাই ঘুমিয়ে থাকায় বেড়েছে নিহতের সংখ্যা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত না।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাড়িটিতে দুটি পরিবার বসবাস করতো। তারা স্থানীয় একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তথ্য বলছে, দেশটির বিভিন্ন খাতে কর্মরত কয়েক হাজার প্রবাসী শ্রমিক। তাদের বসবাসের জায়গা খুবই নিম্ন মানের।

Exit mobile version