Site icon Jamuna Television

বহুল আলোচিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োগ শুরু

বহুল আলোচিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োগ শুরু হয়েছে রাজধানীতে। তবে, এখনও শৃঙ্খলা ফিরে আসেনি সড়কে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চালক, মালিক, পথচারী, যাত্রীসহ সবার মধ্যে জরিমানার যে ভয় ছিল, আইনের প্রয়োগ না থাকায় তা কিছুটা কেটে গেছে।

অন্যদিকে, পুলিশ বলছে, জনসচেতনতা সৃষ্টির জন্য এখনও কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। আজও যাত্রীদের যত্রতত্র রাস্তা পার হতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের অভিযানের দৃশ্য চোখে পড়েছে।

Exit mobile version