Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দরে সাড়ে আট কেজি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে আট কেজি স্বর্ণের বারসহ হিমেল খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেলো রাতে এ স্বর্ণ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে হিমেল নাসের ওই যাত্রীর ব্যাগে ৭২ পিস স্বর্ণেরবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

জব্দ হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

Exit mobile version