Site icon Jamuna Television

বিধ্বস্ত ভারতীয় চন্দ্রযান-টু’র ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

খোঁজ মিলেছে চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত চন্দ্রযান-টু’র ধ্বংসাবশেষের। গেল সেপ্টেম্বরে চাঁদে অবতরণের আগ মুহূর্তে আছড়ে পড়ে মহাকাশযানটি।

মহাকাশ গবেষণা সংস্থা- নাসা’র একটি স্যাটেলাইট ছবি তুলেছে বিধ্বস্ত বিক্রম ল্যান্ডারের।

নাসা জানিয়েছে, ছবিটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে, ঘটনাস্থল থেকে ৭৫০ মিটার দূরে ধ্বংসাবশেষ শনাক্ত করেন ভারতীয় প্রকৌশলী এস সুব্রামানিয়ান। উড্ডয়নের এক মাস পর গত ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল চন্দ্রযান-টু’র।

২০২০ সালে চন্দ্র জয়ের তৃতীয় অভিযান সফল করার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

Exit mobile version