Site icon Jamuna Television

নোয়াখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২টি এলজি ও দেশীয় অস্ত্রসসহ ১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সুবর্ণচর থানার পুলিশ ডাকাতকে ধাওয়া করে উপজেলার সৈকত ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের করিম মাস্টারের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. রিয়াজ (২৭), হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।

এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি এলজি,কার্তুজ,রামদা,কিরিচ,হুকসহ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ তার ভাষ্যমতে অস্ত্র উদ্ধার করে।

Exit mobile version