Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

বরিশাল ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম স্বপন (৫২) বানারীপাড়া উপজেলার চাখার মাদারকাঠি গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই সদস্য মোটরসাইকেল আরোহী ছিলেন।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, মোটরসাইকেলে চড়ে চাখার থেকে বরিশাল নগরীতে যাচ্ছিলেন তাজুল ইসলাম। পথিমধ্যে গাবতলা এলাকায় বিপরীতগামী মাহিন্দ্রার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজুলের মৃত্যু হলে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে সড়কে যান চলাচল শুরু হয়।

Exit mobile version