Site icon Jamuna Television

১৫ হাজার ইয়াবাসহ আটক ২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর কুদ্দুছ নগর এলাকা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত. সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।

আজ সকালে কোনাবাড়ি থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে আসছিল। এঘটনায় রাতেই আটক দুইজনের বিরোদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version