Site icon Jamuna Television

বরিশালে স্বর্ণের দোকানে ডাকাতি

বরিশালের মুলাদী উপজেলা বন্দর বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল স্বর্ণের দোকান সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, নদী পথে ট্রলার যোগে এসে ২৫/৩০ জনের একটি ডাকাত দল মুলাদী বন্দরের মধ্য বাজারে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নৈশ প্রহরীসহ ঘুমিয়ে থাকা দোকানের কর্মচারীদের আটকে রেখে ৩টি স্বর্ণ ও ১টি মুদী দোকানে ডাকাতি করে। টের পেয়ে রাতে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে হাতবোমা ফাটিয়ে ট্রলার যোগে ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতি হওয়া ব্যবসা প্রতিষ্ঠান ৪টি হলো- রিতা জুয়েলার্স, বনশ্রী জুয়েলার্স, জননী জুয়েলার্স ও রহমাত স্টোর্স। ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় সাড়ে ৩শ’ ভরি রৌপ এবং নগদ সোয়া লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

Exit mobile version