Site icon Jamuna Television

২ কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় নেমে ১০ লাখ টাকা জরিমানা!

দুকোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হলো এক ব্যক্তিকে।

শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের আমদাবাদের রাস্তায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, ভারতের আমদাবাদে এক ‘পোর্সা ৯১১’ স্পোর্টস কারের মালিককে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পোর্সা ৯১১-এর ভারতে অন রোড দাম প্রায় দুকোটি ১৫ লাখ টাকা। তেমনই একটি গাড়ি নিয়ে এক ব্যক্তি শুক্রবার আমদাবাদের রাস্তায় বেরিয়েছিলেন। রূপালী রঙের পোর্সাটিকে শহরের হেমলেট ক্রস রোডে আটকান এক ট্রাফিক পুলিশ।

আমদাবাদের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) সূত্রে জানা গেছে, পোর্সাটিতে কোনো নম্বর প্লেট ছিল না। তাই সেটিকে আটকানো হয়। গাড়ির কাগজপত্র চাওয়া হলে কিছুই দেখাতে পারেননি চালক। এরপর গাড়ির মালিককে ৯ লাখ ৮০ হাজার টাকার জরিমানা করা হয়।

আমদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার তেজস পটেল গাড়িটিকে বাজেয়াপ্ত করার কথা জানিয়েছেন। তবে গাড়ির মালিক জরিমানার ৯ লাখ ৮০ হাজার টাকা জমা দেয়ার পর গাড়িটি ফেরত পাবেন।

Exit mobile version