Site icon Jamuna Television

অসামাজিক কাজের জেরে মিরপুরে জোড়া খুন

অসামাজিক কাজের জেরে জোড়া খুন হয়েছে মিরপুরে- এমন সন্দেহ করছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২-এর একটি বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাদের। সুরতহাল ও প্রাথমিক তদন্তের পর জানা গেছে, অসামাজিক কাজের কোনো ব্যবসার সূত্র ধরে খুন করা হয়েছে দুই নারীকে। নিহত রহিমার স্বজনরা জানায়, ৬ মাস আগে মিরপুর ২ নম্বরে বাসা ভাড়া নেন তিনি। তাকে দেখাশোনা করতেন সোহেল নামের এক যুবক। রহিমার অর্থ সম্পত্তির লোভে সোহেল তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন রহিমার মেয়ে। মধ্যরাতে দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোহেলকে।

Exit mobile version