Site icon Jamuna Television

কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর, সান্ত্বনা দীপিকার

শ্রীদেবীর জীবনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর। বোঝাই যাচ্ছে প্রায় দুবছর হতে গেলেও স্ত্রীর শোক এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে জড়িয়ে ধরে তাঁকে সান্ত্বনা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

শ্রীদেবীর জীবনীর উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, দীপিকা পাড়ুকোন বলছেন, তাঁর আজও শ্রীদেবীকে মনে পড়ে। এমনকী তাঁর কাজের অনুপ্রেরণার পিছনেও কাপুরদের অবদান অনেকটা। তাঁর কোনও ছবি মুক্তি পেলেই এই পরিবারের তরফে তাঁর কাছে শুভেচ্ছাবার্তা আসে। দীপিকা যখন এই সব কথা বলছিলেন, তখন তাঁর পাশে বসেছিলেন বনি কাপুর। তিনি অভিনেত্রীর কথা শুনে আবেগে ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন দীপিকা। সান্ত্বনা দেন।

Exit mobile version