Site icon Jamuna Television

জাঁকজমক নয় সাদামাটা ভাবেই এবারের সম্মেলন: জাহাঙ্গীর কবির নানক

ফাইল ছবি।

জাঁকজমক নয় সাদামাটা ভাবেই এবারের আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সকালে সোহরাওয়ার্দী উদ্যানে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের ২১ তম সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কোন প্রকার সাজসজ্জা হবে না বলেও জানান তিনি। পরিদর্শন শেষ নেতারা বলেন, এবারের সম্মেলনে সব মিলিয়ে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশ গ্রহণ করবে।

সহযোগী সংগঠন বিষয়ে নানক বলেন, শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয় সংগঠনের পুরো কমিটিতে যাতে কোন ভাবেই বিতর্কিত কেউ স্থান না পায় সে বিষয়ে সতর্ক রয়েছে কেন্দ্রীয় নেতারা।

Exit mobile version