Site icon Jamuna Television

ফকিরাপুলে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে গিয়াস (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, নিহত গিয়াস চট্টগ্রামের রাউজান এলাকার নূর ইসলামের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম রোডের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। গত ১ ডিসেম্বর তিনি ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেলে ওঠেন।

নিয়মিত ডিউটির অংশ হিসেবে সকালে হোটেল স্টাফরা বিভিন্ন কক্ষে খোঁজখবর নেন। এসময় হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে গেলে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Exit mobile version