Site icon Jamuna Television

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর দাফন সম্পন্ন

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর দাফন সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। এসময় মরদেহে প্রশাসন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

আজ সকালে কুলাউড়ার উছলাপাড়ায় নিজ বাড়িতে রওশন আরা বাচ্চুর মরদেহ নিয়ে আসা হয়। তাঁকে শেষ বারের মত দেখতে বাড়িতে ভীড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। সকাল এগারোটায় নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যায়ল মাঠে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সোমবার রাতে ৮৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে চার মেয়ে ও আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version