Site icon Jamuna Television

কাল খুলছে জাবি’র আবাসিক হল

এক মাস বন্ধ থাকার পর আগামীকাল সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে সিদ্ধান্ত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল থেকেই শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। তবে ক্লাস-পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর থেকে।

এর আগে, দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবি করে শিক্ষক-শিক্ষার্থীদের একটি পক্ষ। লাগাতার আন্দোলনে কার্যত বিশ্ববিদ্যালয়টি অচল হয়ে পড়ে। বাসভবনে অবরুদ্ধ করা হয় উপাচার্যকে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। এরপর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন।

Exit mobile version