Site icon Jamuna Television

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদ

দেশের ইসলামী আন্দোলনের শীর্ষ ব্যক্তি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন আলেমরা।

বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী বলেন, শায়খুল হাদিস বুখারী শরীফ অনুবাদ করে ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক সংকটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আল্লামা আজিজুল হক।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের শীর্ষ আলেমরা।

উল্লেখ্য, একটি প্রতিবেদনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম আসায় এর প্রতিবাদ জানিয়েছেন আলেম সমাজ। তবে যে প্রতিবেদনের জের ধরে সংবাদ সম্মেলন করেছে খেলাফত মজলিস সেটি তিন বছর আগের। এরই মধ্যে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও সরিয়ে নেয়া হয়েছে।

Exit mobile version