Site icon Jamuna Television

কেন দীপিকাকে জড়িয়ে ধরে কাঁদছেন বনি কাপুর?

প্রয়াত নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন স্বামী বনি কাপুর।

এসময় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সান্ত্বনা দিতে এগিয়ে আসলে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রয়াত নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেখানে দীপিকা মাইক্রোফোন নিয়ে কথা বলছিলেন। শ্রীদেবীকে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলছন, আজও শ্রীদেবীকে মনে পড়ে। এমনকি তার কাজের অনুপ্রেরণার পেছনেও কাপুরদের অবদান অনেকটা। তার কোনো ছবি মুক্তি পেলেই এই পরিবারের পক্ষ থেকে তার কাছে শুভেচ্ছাবার্তা আসে।

দীপিকা যখন স্মৃতিচারণ করছিলেন তখন তার পাশে বসেছিলেন বনি কাপুর। তিনি অভিনেত্রীর কথা শুনে আবেগে ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন দীপিকা।

জানা গেছে, শ্রীদেবীকে নিয়ে বইটি লিখেছেন সত্যার্থ নায়ক। এর মুখবন্ধ লিখেছেন কাজল। সেখানে তিনি লিখেছেন, শ্রীদেবীর সুপারস্টারডাম দেখে বড় হয়েছেন তিনি। বড় পর্দায় শ্রীদেবীর ম্যাজিক মোহিত করেছিল তাকে। অভিনয়ে তিনি যেন একটি প্রতিষ্ঠান। শ্রীদেবীই তার প্রিয় আইকন।

Exit mobile version