Site icon Jamuna Television

বান্ধবীসহ পুলিশ হেফাজতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে কলাবাগান থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নারী ঘটিত এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যার দিকে তাকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে থানায় নেয়া হয়।

রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান যমুনা নিউজকে বলেন, কায়সার কামাল কলাবাগান থানায় আটক আছে। তবে সেটি রাজনৈতিক কোনো ইস্যু নয়, পারিবারিক ইস্যু।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, সন্ধ্যায় আরেক আইনজীবী অ্যাডভোকেট আতিক ও তার স্ত্রীসহ কায়সার কামালকে পান্থপথ এলাকায় দেখা যায়। সেখানে তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছিলো। এতে ওই এলাকায় জটলার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি। যদি কোনো আনুষ্ঠানিক অভিযোগ না ওঠে তবে পুলিশ বিষয়টি মীমাংসা করে দেয়ার চেষ্টা করবে। আর কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version