Site icon Jamuna Television

পূর্ণিমা-ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কারের উপস্থাপক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে আগের চেয়ে অনেকাংশে জমকালো। এবার বর্ণাঢ্য এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন নন্দিত অভিনেত্রী পূর্ণিমা ও সুপারস্টার ফেরদৌস।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এই অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। সেদিন ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেয়া হবে বিজয়ীদের হাতে। পুরস্কার শেষে তারকাদের অংশগ্রহণে হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফেরদৌস ও পূর্ণিমার প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানের ভিন্ন মাত্রা দেবে। এই জুটির উপস্থাপনার প্রশংসা আছে সব মহলে।

এই অনুষ্ঠানে মো. খুরশীদ আলম গাইবেন ‘আলতো পায়ে ছন্দ তুলে’, ইমরান ও কনা গাইবেন ‘ওহে শ্যাম’ আর সাব্বির ও লিজা গাইবেন ‘তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ’, সামিনা চৌধুরী গাইবেন ‘ভালোবাসা কী, তুমি বোঝো না’, মমতাজ গাইবেন ‘না জানি কোন অপরাধে’, নকীব খান গাইবেন ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানগুলো।

ইভান শাহরিয়ারের পরিচালনায় নৃত্যে মাতাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ববি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও তমা মির্জা।

উপস্থাপনার পাশাপাশি ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে পুরস্কার গ্রহণ করবেন ফেরদৌস আহমেদ।

উল্লেখ্য, ৭ নভেম্বর একসঙ্গে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

Exit mobile version