Site icon Jamuna Television

নোয়াখালীতে নকল মোড়ক ব্যবহার করায় ১ জনকে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে নামী দামি ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে তেতুঁল ও বার্মিজ বরই আচার, দধি, চিপস ও আইসক্রীম বাজারজাত করার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পূর্ব চরজব্বর এলাকার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। আটক অহিদুর রহমান (৩৮), উপজেলার পূর্ব চরজব্বর এলকার সৈয়দের রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইনে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শরিফ উল্যাহ আসামী অহিদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চরজব্বর থানার পুলিশ।

Exit mobile version