Site icon Jamuna Television

বিএনপি মাঠ গরমের চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে বিএনপি ফের মাঠ গরম করার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ দৃঢ়তা ও গুণাবলী জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

Exit mobile version