Site icon Jamuna Television

এক মাস পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। হল খুলে দেয়ার খবরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। একমাস পর সহপাঠীদের দেখা পেয়ে আড্ডায় মেতে ওঠেন অনেকে।

এরআগে, গতকাল বিকালে সিন্ডিকেটের জরুরি সভায় আজ থেকে আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা। এছাড়া প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা হয় সিন্ডিকেটের সভায়। ভিসি বিরোধী আন্দোলনের জেরে গত ৫ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

Exit mobile version