Site icon Jamuna Television

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছে। নিহতরা হলেন আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে আল আমীন পুকুরে মাছ ধরার জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিল। ঝড়ের কারণে পল্লীবিদ্যুুতের তার পুকুরের পানির কাছাকাছি থাকায় অসাবধানবশত রড তারের উপর পড়লে আল আমীন বিদ্যুতায়িত হয়। তাকে বাচাঁতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রাহীম মাতুব্বরও বিদ্যুতায়িত হয়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version