Site icon Jamuna Television

আদালতে হাজিরা দিতে এসে আসামির মৃত্যু

দিনাজপুরে আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়ার সময় নুরুল হোসেন (৫৫) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়ার কফিল উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি হিসেবে জামিন নেয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)৭(ক) ধারায় একটি মামলা চলমান ছিল নুরুল হোসেনের বিরুদ্ধে। দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে আসেন নুরুল হোসেন। এ সময় আদালতের ৫ম তলায় উঠতে গিয়ে সিঁড়িতে পড়ে যান। পরে তার সাথে আসা লোকজন ও স্থানীয়রা বিষয়টি হাসপাতালে অবহিত করলে অ্যাম্বুলেন্সেযোগে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন। তবে নুরুল হোসেনের মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি।

Exit mobile version